রেখা নাথ
আলোকিত মানুষ
রেখা নাথ
মানুষের কলঙ্ক নরপিশাচ পশুগুলোর
হিংস্র থাবায় ছিন্ন-ভিন্ন রক্তাক্ত
শরীর তিলোত্তমার। দু চোখ
বেয়ে ঝরেছে রক্ত তার। যন্ত্রণার শেষ সীমানা
থেকে উঠে আসা হৃদয় নিংড়ানো
আর্তনাদ আর জি করের অভ্যন্তর থেকে
বেরিয়ে, এখন আকাশে-বাতাসে, মানুষের
প্রাণে-প্রাণে বাজছে নিরন্তর!
মানুষের পরিষেবায় ব্যাপৃত
তিলোত্তমার এই নৃশংস হত্যায়
প্রতিবাদে মুখর মানুষ নেমেছে পথে
বিচার চাই, বিচার চাই।
স্বৈরাচারী, কুকীর্তির শিরোমণি
যতই তুমি চোখ রাঙাও, হুমকি দাও
পথ রোধ করো লোহার ব্যারিকেড
দিয়ে, ততই মানুষের ঢল নামবে পথে।
মানুষের এই উত্তাল জনসমুদ্রে তোমার
অহংকারী, স্বৈরাচারী রাজদণ্ড ডুববে নিশ্চিত।
মানুষের এই জন-জোয়ার কে
প্রতিহত করে কার সাধ্য?
মানুষ আজ পাঞ্জরে পাঞ্জর ঘষে
জ্বেলেছে আলো হৃদয়ে।
আলোকিত মানুষ ভীত নয়
আলোকিত মানুষ নত নয়
রাজদণ্ডের সম্মুখে। লক্ষ্যে স্থির।
বিচার না পাওয়া পর্যন্ত
থামবে না মানুষের প্রতিবাদ ।

পাঠকের মতামতঃ